Stock Market -এ 95% মানুষ LOSS করার কারণ গুলো জেনে রাখুন

why people lose money in the stock market, reasons why most people lose money in share market, why beginners lose money in stock market, how to avoid losing money in the stock market, Stock Market -এ 95% মানুষ LOSS করার কারণ
10 Reasons Why 95% People Lose Money in the Stock Market


      আমরা এর আগেও আলোচনা করেছি যে শেয়ার বাজারে 95% Trader Loss করে আর 5% Trader Profit করে। তাই চলুন আমরা সেই কারণ গুলো জানবো যে কারণে বেশিরভাগ মানুষ লোকসান করে। আর আমরা এটাও জানবো কিভাবে Profitable Trader রা Market থেকে Consistent ভাবে Income করে।


📌Loss করার প্রধান কারণগুলো হল -


     1. Stock Market সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব:

আপনি যদি কোনো Trader এর সাথে কথা বলেন তারা আসলেই জানে না শেয়ার বাজার কিভাবে চলে আর তারা কেন কোনো Share কিনছে বা বেচছে। তারা শুধু করছে কারণ তাদের মনে হচ্ছে যে দাম বাড়বে। কেন মনে হচ্ছে জিজ্ঞেস করুন কোনো বিশেষ উত্তর পাবেন না।


     2. Low Capital and Leverage Use:

বেশির অংশ মানুষের যদি Trading বা Investing Capital দেখেন তাহলে সেটা মোটামুটি 10,000 থেকে 1 লাখ। তাই তারা leverage নেন অনেক বেশি করে এবং Option মার্কেটের দিকে আকৃষ্ট হন খুব সহজে বেশি লাভের আশায়। স্বাভাবিক ভাবেই পতন নিশ্চিত। রোজগার হয় Broker দের আর Tax পান সরকার।


     3. অবাস্তব লাভের আশা:

একজন নতুন Trader যার কাছে হয়তো Rs. 50,000 Capital আছে তাকে যদি জিজ্ঞেস করেন সে প্রতিদিন কত টাকা Trading করে Income করতে চাই, তাহলে বেশির অংশ নতুন Trader উত্তর দেবে 500 - 1000 টাকা।

যেটা হয় মাসে 10,000 থেকে 20,000 টাকা।

আর বছরে হয় 1,20,000 - 2,40,000 টাকা।

আর শতাংশের হিসাবে Return হয় বছরে 140% - 380%

সংখ্যাটা আপনি দেখতেই পাচ্ছেন। আমি কিছু মন্তব্ব করব না। আপনি নিজে ভেবে দেখুন হিসেবটা কতটা বাস্তব। কোনো সৎ Business এ এরকম Return হয় বলে আমার জানা নাই।

আপনি Trading এ যদি বছরে 20% -30% এর মধ্যে Return আনতে পারেন তাহলে ভালো। যদি 30% - 50% এর মধ্যে Profit করেন তাহলে খুব খুব ভালো। আর যদি 50% এর উপরে করতে পারেন তাহলে আপনি Super Trader। এটা অসম্ভব নয় কিন্তু হাতে গোনা কিছু মানুষ করতে পারেন।


     4. খুব বেশি Risk নেওয়া:

মার্কেটে সব সময় Risk থাকে আর Risk Free Trading বলে কিছু হয়না। যদিও সেটা Calculated Risk হতে হবে।

কিন্তু আমাদের লোভ কোথায় যাবে? লোভ কোনো খারাপ জিনিস না।

টাকা ইনকাম করার লোভ আছে বলেই আমরা সবাই Market এ আছি। কিন্তু যেমন জানেন বেশি লোভে পাপ, আর পাপে মৃত্যু। এর আগেই যেমন দেখলাম একজন নতুন Trader কত শতাংশ Monthly বা Annual Return এর আসা করেন। স্বাভাবিক ভাবেই খুব বড় বড় Risk নিতে হয় বেশি লাভের আশায়। আর একটা ভুল Trade এই Capital Finish. আর আপনি যদি মার্কেটে কাজ করেন ভুল Trade আসবেই। আজকে হোক বা কালকে।

নিয়ম হল কোনো একটা Trade-এ কখনোই আপনার Capital এর 1% - 2 % এর বেশি রিস্ক নিবেন না। তাহলে Accident হতে পারে কিন্তু ICU তে যাবেন না।

বুঝতে পারলেন না তো ?? বোঝাবো অন্য জায়গায় অন্য একদিন।


     5. Trading Rule না থাকা:

যখন কোনো অভিজ্ঞ Trader ট্রেড নেন তখন তিনি সব সময় কিছু Trading Rules বা Methods মেনে চলেন। Rules সবার আলাদা থাকে কিন্তু অবশ্যই থাকে। কোনো Stock যদি তার নিয়মের মধ্যে আসে তাহলে সে Trade নেবেন নাহলে নেবেন না। বসে বসে Market দেখবেন।

নিয়ম মানার কারণ আছে যেটা অনেক গভীর এবং জটিল তাই অন্যদিন আলোচনা করব।

আপনি একজন নতুন Trader কে জিজ্ঞেস করেন তার Trading Rules কি? সে ফ্যালফ্যাল করে আপনার দিকে তাকাবে যে এটা আবার কি প্রশ্ন !!!


     6. Over Trading:

যখন আমরা Share Market এ কাজ শুরু করি তখন মার্কেট খোলার সাথে সাথে হাতগুলো কেমন নিশপিশ করে কিছু কেনার জন্য আর DMat account এর টাকা গুলো ড্যাবড্যাব করে তাকাই আর কোন Stock কটা করে কিনতে পারব তার হিসাব দেখায়। একটা কিনে লাভ লস যায় হোক আরেকটা কিনি। তারপর আরেকটি। সেটাই ধর্য রাখতে না পেরে বেঁচে দিয়ে আরেকটা। এই ভাবে চলতে থাকে। এটাকে Over Trading বলে।

শেষে বিকেল 3.30 এর পর Statement চেক করে দেখি যে Profit Rs. 500 টাকা আর Brokerage কেটেছে Rs. 700 টাকা।

তখন মনে হয় What's the f_k is this man !!!! I hate it.

কিন্তু বন্ধুরা এটা Broker এর কোনো দোষ না। সে তার ন্যায্য পাওনা নিয়েছে। এটা আপনার Over Trading বা অকারণে বেশি Trade নেওয়ার কারণে হয়েছে, বিনা হিসাব নিকাশ করে।

তাই আপনাকে এটা থেকে বেরোতে হবে।


     7. Risk-Reward সম্পর্কে না বোঝা:

এটাও নতুন মনে হচ্ছে তাইতো ? চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে শিখবেন। Risk Reward হল Stock Business এর ইঞ্জিন। এটা ঠিক না থাকলে আপনার ট্রেডিং এর গাড়িটি রাস্তায় বন্ধ হতে বাধ্য। কিন্তু Trader দের মধ্যে নিশ্চয় 95% মানুষ এটা বোঝে না। বুঝলে হিসেবটা পুরো উল্টো হত।

তাহলে এটা কী ? বলছি ✋

আপনি যখন একটা Stock কেনেন তখন সেটাই যদি 1 টাকা লসের সম্ভাবনা থাকে তাহলে আপনার Risk হল 1 টাকা।

যদি আপনার সেই Share এ 1 টাকাই লাভেরও সম্ভাবনা থাকে তাহলে Reward হল 1 টাকা।

মোটের ওপর  Risk : Reward = 1:1

যদি 1 টাকার জায়গায় 2 টাকা লাভের সম্ভাবনা থাকত তাহলে আপনার

Risk : Reward = 1:2 হত।

মোটা কোথায় হিসেবটা হল এটা। পরের কোনো আলোচনায় পুরো ব্যাখ্যা করে বোঝাব। মোদ্দা কথা হল এটা আপনাকে শিখতে ও বুঝতে হবে লস থেকে বাঁচার জন্য। তাও লাভ হয়তো করবেন না। তার জন্য আরো কিছু জানতে হবে।


     8. Position Size সম্পর্কে না বোঝা:

Risk-Reward এর সাথে যখন Position Size কে কাজে লাগাতে পারবেন তখন আপনি লাভের আশা করতে পারেন। তবে খুব কম মানুষই এগুলোর খেয়াল রাখেন। কারণ তারা মোবাইলে Swipe করে কেনা বেচা শিখে গেছেন। যেটা মার্কেটের কাছে খুব Funny.


     9. Future ও Option এ না বুঝে Trade নেওয়া:

এইবার বলুন যে ওপরের আলোচনা গুলো পড়ে বুঝলেন যে ওগুলো জানেন না কিন্তু Trade করছেন কোন Instrument এ ? Sir আমি Option এ করি। Okay, that's excellentOption হচ্ছে Stock Market এর সব থেকে Dangerous Instrument. আর একজন 1 মাস YouTube এ Video দেখে Option এ কাজ করছে। আমি শুধু তার শুভ কামনা করতে পারি।

আপনি যদি এটা করেন তাহলে আপনার দুবাই এর তেলের খনি বিক্রি হয়ে যাবে। অবশ্য যদি সেটা থাকে। তাই মার্কেটে কম পক্ষে 2 বছর অভিজ্ঞতা না হলে আর Strategy Back test না করে Option এ কাজ করবেন না। তাতে যে যাই আপনাকে বোঝাক না কেন।

Future এর গল্পটাও একই রকম তবে Option এর থেকে একটু কম Dangerous.


     10. শেখার থেকে লাভের কথা বেশি চিন্তা করা:

Share Bazaar এ যদি রোজগার করতে চান তাহলে কাজটা শেখার দিকে মনোযোগ দিন। যদি শুধু লাভ করার চিন্তা করেন তাহলে শিখতেই পারবেন না। লাভ করার কথা তো ভুলেই যান। আর যদি শেখার জন্য চেষ্টা করেন তাহলে 5 বছরের Income এক বছরেই করে ফেলবেন শিখে যাওয়ার পর।

মার্কেট যুগযুগ ধরে আছে এবং থাকবে। Trade করার সুযোগ অঢেল পাবেন। তাই বাস্ত না হয়ে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন।

কিভাবে শিখবেন তাইতো ? অনেক উপাই আছে।

অজস্র বই আছে পড়ুন। অনেক ভালো ভালো YouTuber, Free তে অনেক Video বানিয়ে রেখেছে দেখুন। আমি যে বিষয় গুলো বললাম সেগুলোর ওপরে দেখুন। কোন Stock কে এই সপ্তাহে কিনতে বলছে সেসব দ্যাখা আগে বন্ধ করুন। TV তে Stock মার্কেট দ্যাখা বন্ধ করুন। আমাদেরও YouTube চ্যানেল আছে সেখানে শিখতে পারেন।

অনেকে অল্প কিছু টাকা নিয়ে শেখায় সেখানে শিখতে পারেন। আপনার যাকে ভালো লাগে, যার জ্ঞানের ওপর আপনার ভরসা আছে তার কাছে Course নিন। টাকা দিয়ে Course নেওয়াটা বেশিরভাগ মানুষ টাকা নষ্ট মনে করে। কিন্তু আপনি যদি ঠেকে শিখতে চান তাহলে নিশ্চিত থাকুন Course Fees এর থেকে 10 থেকে 20 গুন টাকা আপনি নষ্ট করবেন।

আমাদেরও কিছু Course আছে আপনি দেখতে পারেন এখানে Click করে।

এটা আমি হয়তো ব্যাঙ্গাত্মক ভাষায় লিখলাম কিন্তু এটাই সত্য যেটা আমি আমার অভিজ্ঞতাই দেখে আসছি। আপনি হয়তো নিজের অভিজ্ঞতাতেও বুঝতে পারছেন। আপনার যদি আমার ভাষায় খারাপ লাগে আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। কিন্তু যেটা লিখলাম এটা থেকে আপনার কিছু শিখবেন এবং Market এ পয়সা গুলো নষ্ট করা থেকে বিরত থাকবেন সেই আশাতেই লেখা।

ভালো লাগলে আমাদের YouTube channel , Subscribe করবেন। আমাদের TelegramWhatsApp ও অন্য Social Media তে যুক্ত হতে পারেন।

প্রবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ। 👍

আশা করব দরকারি মনে হলে বন্ধুদের সাথে Share করবেন যাতে আপনার দ্বারা সেও কিছু শিখতে পারে।

****************

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Youtube