Click on this Picture to see Large view |
এখানে আমরা বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করবো যে Front Running এর মাধ্যমে কিভাবে বিভিন্ন Social Media এর সাহায্যে Stock এর Price Manipulation করা হয়।
🔅 মনে করুন আপনি সকালে উঠে দেখলেন যে টিভিতে একজন নামকরা Investor বা Trader যিনি টিভিতে Anchor ও বটে এসে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডেটা উপস্থাপন করে উকালতি করছেন যে এই কোম্পানির শেয়ারের দাম কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে 20% থেকে 50% ওপরে যেতে পারে। আপনি কোম্পানির ডেটা খুলে একটু দেখলেন আপনারও খুব ভালো লাগলো। আপনি আপনার অ্যাকাউন্টের একটি গুরুত্তপূর্ন অংশ সেই কোম্পানিতে লাগিয়ে দিলেন। TV দেখার আগে হয়তো আপনি সেই কোম্পানির নামও জানতেন না। এটি মোটামুটি আমাদের সবারই অভিজ্ঞতাতে আছে।
💧 আবার হয়তো আপনি কোনো YouTube বা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত যেখানে বেশ কয়েক লক্ষ্য মানুষ যুক্ত আছেন। সেখানে আপডেট এলো একটি Penny Stock যেটি খুব অল্প সময়ের মধ্যে দ্বিগুণ বা তিনগুণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনি Sure Shot কিনে নিলেন। কারণ এটা Expert Recommendation. একাউন্টে যা টাকা ছিলো লাগিয়ে দিলেন। কারণ ডবল হলেও অনেক পয়সা। আপনি কেনার পরেই স্টকটি ওপরে উঠতে শুরু করলো। আপনি বেশ খুশি। কিন্তু দেখলেন কয়েকদিন ওঠার পরেই দ্রুত গতিতে দাম পড়তে শুরু করলো। আপনি কি করবেন বা কেন পড়ছে এসব বোঝার আগেই অনেকটা পড়ে হয়তো আপনার কেনা দামের নিচে চলে এসেছে।
👇 এই অবস্থায় আপনার মধ্যে তিন রকমের চিন্তা ভাবনা আসে।
★ প্রথমত আপনি মনে করেন লাভেই তো ছিলাম কিন্তু তখন Sell করে দিলে কত ভালো হতো। বেশি লোভ করতে গিয়ে দাম পড়ে গেলো। আপনি মনে করেন যে আপনার Expert ঠিকই বলেছেন। দাম তো উঠেছিল।
★ দ্বিতীয় চিন্তা আসে যে আরও কিছু কিনে Average করি তাহলে একটু ওপরে গেলেই আসলে আসলে বেরিয়ে যাবো। যদি আপনার কাছে আরো টাকার যোগান থাকে তাহলে তো 99% Chance যে আপনি Average করবেন। সেক্ষেত্রে আপনার দুর্দশা অবধারিত।
★ আর যে ভাগ্যবানের কাছে Average করার টাকা থাকে না, তিনি তৃতীয় চিন্তার সাথে যান। আর সেটি হলো আমি তো Long Term এর জন্য Invest করেছি। যেদিন উঠবে সেদিন বেছবো। ঠিক উঠবে। দেখি না কতদূর পড়ে। এই প্রকারের নানান ধরনের যুক্তি সামনে চলে আসে যেগুলো আপনি নিজেও আগে জানতেন না। আপনি অন্যের কথাই কিনে এখন কয়েকদিনের মধ্যে Warren Buffett হয়ে গেলেন। এরপর কি হয় সেটি আপনি নিজেও জানেন যদি এই বাজারে একটু অভিজ্ঞতা হয়ে গেছে। আর যারা সবেমাত্র শুরু করেছেন তাদের খুব তাড়াতাড়ি অভিজ্ঞতা হয়ে যাবে যদি এটি পড়ার পরেও একই কাজ করতে থাকেন।
💧 মনে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সমস্ত চিন্তা ভাবনা সিদ্ধান্ত যা কিছু নিয়েছেন সমস্তটাই ভুল। সঠিক কি সেটা অনেক বড় এবং বিস্তৃত বিষয়। তাই সেটা অন্যদিন ব্যাখ্যা করবো। কিন্তু চলুন আমাদের আলোচনার বিষয়ে যায়।
☀ Front Running কাকে বলে এবং আপনার সাথে এটা কেনো হয়েছে।
এর থেকে কিভাবে দূরে থাকবেন সে ব্যাপারে কিছু পরামর্শ অবশ্যই দেবো।
👉 আপনি অল্প সময়ের জন্য নিজেকে সেই TV Anchor বা Expert YouTuber বা Telegram এর Admin এর জায়গায় বসিয়ে একটু শান্ত মাথাই চিন্তা করে দেখুন। আপনি যদি জানেন যে একটি স্টক ওপরে যাবে। তাহলে আপনি কি রাস্তাই বেরিয়ে সবাইকে কিনতে বলবেন নাকি আপনি নিজেই কিনে মুনাফা করবেন? আপনি আপনার উত্তরটি জানেন। তাহলে নিশ্চয় যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন তারা সমাজ কল্যাণের জন্য করছেন না। তাদের পরামর্শের মধ্যে নিশ্চিত্ কোনো সার্থ আছে। এখন এটি যারা করছেন তাদের বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন প্রকারের সার্থ বা উদ্দেশ্য থাকতে পারে। তার মধ্যে একটি হলো Front Running.
☀ চলুন দেখি সেটা কি?
👉 মনে করুন আপনি একটি টেলিগ্রাম চ্যানেলের Admin. আর সেখানে পাঁচ লক্ষ্য Members আছে। আপনি আজকে একটি 20, 30 বা 40 টাকা দামের শেয়ার এক লক্ষ কিনে নিলেন বেশ কিছুদিনের মধ্যে অল্প অল্প করে। তারপর কয়েকদিন পর আপনি একটা আপাত ভাবে যুক্তি সম্মত Analysis করে ভিডিও বা Blog এর মাধ্যমে Buy Recommendation দিলেন আপনার Telegram Group এর Members দের জন্য। আর আপনার কথা শুনে অনভিজ্ঞ ট্রেডার বা Investor রা সেই স্টকটি কিনতে শুরু করলেন। আপনার কথা শুনে যদি আপনার পাঁচ লক্ষ্য মেম্বারদের মধ্যে 2 লক্ষ্য মানুষও 100 টি করে শেয়ারটি কিনেন তাহলেও অল্প সময়ের মধ্যে এতো Buy Order Market এ আসার কারণে সেই স্টকটির দাম 10% থেকে 100% এর মধ্যে যে কোনো Range এ বেড়ে যেতে পারে, স্টকটির Liquidity আর Daily Average Volume এর ওপর নির্ভর করে। এইবার সবাই যখন আপনার কথাই কিনতে শুরু করেছে তখন আপনার একাউন্টে বেশ লাভ দেখাবে। কারণ আপনি সবার আগে কিনেছেন। এইবার এই সুযোগে আপনি ধীরে ধীরে আপনার Portfolio বেচে দিলেন আপনার Members দের মধ্যে।
মার্কেটের ভাষাই এটাকে Front Running বলে কারণ সবাই দৌড়চ্ছে কিন্তু আপনি সবার সামনে আছেন এই দৌড়ে। তাই এটিকে এই নাম দেওয়া হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন। এটি TV এর Anchors থেকে শুরু করে WhatsApp বা Telegram গ্রুপের সব জায়গায় হওয়ার ইতিহাস আছে এবং হয়ে থাকে।
💥 এখন এই Knowledge নিয়ে আপনি কি করবেন, সেই ব্যাপারে আমি কিছু পরামর্শ দেবো, যেগুলো মানা, না মানা সম্পূর্ন আপনার ওপর।
1. প্রথমে কোনো চ্যানেল এ যুক্ত থাকলে শুধু মাত্র শেখার জন্য যুক্ত হন। লাভ আপনাকে কেউ করিয়ে দিতে পারবে না। তাই সেই প্রত্যাশায় কারো কথায় ভুল করেও কেনা বেচা করবেন না।
2. শেয়ার বাজারে পয়সা রোজগার করা আর পাঁচটি বাকি Job এর মতোই কঠিন। এটি শিখতে হয় এবং শিখতে যথেষ্ট পরিশ্রম ও সময় লাগে। তাই শিখতে থাকুন।
3. যতদিন নিজের সিদ্ধান্তে Buy-Sell করার Confidence না পাচ্ছেন, শিকার করুন যে আপনি কাজটি জানেন না এবং শিখতে থাকুন।
4. কোনো চ্যানেল যদি আপনাকে Buy Sell Recommend করে সেসমস্ত চ্যানেল থেকে দূরে থাকুন। শুধুমাত্র সেই সমস্ত মানুষকেই Follow করুন যারা আপনাকে কাজটি শিখতে সাহায্য করে।
5. সব ঠেকে বড় Test হলো এই সমস্ত মানুষ সব সময় Penny Stock নিয়ে কথা বলবে। কারণ সেগুলোকে Manipulation করা সহজ। তারা আপনাকে কখনই Reliance, TCS বা HDFC এর মত বেশি দামের শেয়ারের সম্পর্কে বলবেন না।
বাকি আপনার সিদ্ধান্ত।
''You are a free person to make your own choice. Happy learning. Wish you all the best.'' 😊
- - - Written by Dr. Alamgir Mondal
✅ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে চান বা প্রফেসনাল ভাবে শিখতে চান তাহলে নিচে দেওয়া বিভিন্ন লিংকের মাধ্যমে অনেক তথ্য পেয়ে যাবেন। আর আমাদের Advance Trading Course এ যুক্ত হতে পারেন।
💥 আমাদের Advanced Share Market Mentorship Course 👈 Click Here
😊 Let's be Friend -
★ Whatsapp Call - +91-8320802986
★ Whatsapp Group - Share Market Talk 👈 Click Here
★ Telegram - Share Market Talk 👈 Click Here
★ Youtube Channel (Bengali) - Share Market Talk 👈 Click Here
★ Youtube Channel (Hindi) - Money Invest Talk 👈 Click Here
★ Twitter - Share Talks 👈 Click Here
★ Email - alamgiripr@gmail.com
*****************