শেয়ার বাজারে কিভাবে কাজ শুরু করবেন ?

stock market for beginners, stock trading for beginners, how to invest in stock market for beginners, how to start investing
How to invest in Stock Market for beginners


আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে জানতে আগ্রহি বা এখানে কাজ শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে এখানে কিভাবে কাজ শুরু করবেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আমি একদম ধাপে ধাপে শেয়ার বাজারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে কি কি লাগবে আর সেগুলো কোথায় কিভাবে কি করবেন সমস্ত বিষয়টি আলোচনা করবো।

 আমরা  বাজার  কাকে  বলি :

আমরা সবাই অন্যান্য বাজার সম্পর্কে পরিচিত। যেমন কাপড়ের বাজার, সব্জির  বাজার,  মাছের  বাজার  ইত্যাদি।  এখানে  কি  হয় ? কাপড়ের  বাজারে  কিছু  মানুষ  কাপড়  বিক্রি  করতে  আসেন  যাদের  বিক্রেতা বা  Seller  বলা  হয়।  আর  কিছু  মানুষ  কিনতে  আসেন  যাদের  ক্রেতা বা ইংরেজিতে  Buyer  বলা  হয়।  একই  রকম  ভাবে  স ব্জির  বাজার,  মাছের  বাজার  বা  অন্য  যেকোনো  বাজারে  Seller  এবং  Buyer  দুই  শ্রেণির  মানুষ  মিলিত  হয়ে  কেনা-বেচা  করেন।

 শেয়ার বাজারের BULL এবং BEAR :

একই রকম ভাবে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার বা Stock কেনা বেচা করা হয়। কিছু মানুষ তাদের কাছে থাকা Stock বা শেয়ার Sell করার জন্য আসেন যারা হল Seller. আর কিছু মানুষ Stocks বা শেয়ার কেনার জন্য আসেন যারা হল Buyer. শেয়ার বাজারের ভাষায় Buyers কে BULL আর Sellers কে BEAR বলা হয়। এটা কেনো বলা হয় তার পিছনে একটি কাহানি আছে, সেটা অন্য একদিন আলোচনা করবো।

 কোথায় থেকে শেয়ার কিনবো ? শেয়ার কেনা বেচার জন্য কোন বাজারে যাবো :

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মাছ বা সবজি কেনা বেচার জন্য আপনার গ্রাম বা শহরের কোথায় যেতে হবে সেটা আপনি জানেন। কিন্তু শেয়ার কেনার জন্য কোথায় যাবেন, তাইনা ?

যদি শেয়ার বাজারটি ঠিক কোথায় জানতে চান, তাহলে জেনে রাখুন ভারতে সব থেকে বড় বাজার আছে দুটো। একটি আছে মুম্বাই (BSE বা Bombay Stock Exchange) আর দ্বিতীয়টি আছে দিল্লিতে (NSE বা National Stock Exchange). এই দুটো বাদেও আরো বেশ কয়েকটি আছে যেমন কলকাতা স্টোক এক্সচেঞ্জ, আহমেদাবাদ স্টোক এক্সচেঞ্জ। কিন্তু এগুলো খুব ছোট ছোট বলে এগুলোতে আমরা কাজ করবো না।

আর বাংলাদেশে পাবেন ঢাকাতে (DSE বা ঢাকা স্টক এক্সচেঞ্জ). কিন্তু খুশির খবর হল যে শেয়ার কেনা-বেচার জন্য আপনাকে বোম্বে, দিল্লি বা ঢাকা কোনো জায়গায়ই যেতে হবে না। আজকে ইন্টারনেটের সাহায্যে আপনি আপনার ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কেনা, বেচা ও অন্যান্য সমস্ত কাজ করতে পারবেন।

 কিভাবে শুরু করবেন ঘরে বসে :

এখন আপনি জানেন যে শেয়ার কেনা বা বেচার জন্য এক্সচেঞ্জ এর মাধ্যমে করতে হবে। এর জন্য আপনাকে একটা Account খুলতে হবে। যেটাকে DMAT অ্যাকাউন্ট বলা হয়। এর Full Form হল Dematerialized Account. এটি মোটামুটি ভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতোই কাজ করে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা জমা করতে পারেন আবার তুলেও নিতে পারেন। একই রকম ভাবে আপনি কোনো স্টোক কিনলে সেটি আপনার Dmat অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আবার কোনো স্টক বিক্রি করে দিলে সেটা আপনার Dmat অ্যাকাউন্ট থেকে বাদ হয়ে যাবে।

এখন শেয়ার কেনার জন্য টাকা দরকার। সেই জন্য আপনার Dmat Account এ টাকা থাকা দরকার। এর জন্য আপনি যখন Dmat অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার কাছে একটি Bank Account Details চাইবে। যেটাকে আপনার Dmat Account এর সাথে লিঙ্ক করে দেওয়া হবে। আপনি যখন ইচ্ছে আপনার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা Dmat অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। আবার একই রকম ভাবে Dmat অ্যাকাউন্ট থেকে দরকার হলে আপনার ব্যাংক একাউন্টে টাকা তুলে নিতে পারবেন।

তবে মনে রাখবেন আপনি কিন্তু Dmat একাউন্টে শুধুমাত্র Dmat এর সাথে লিঙ্ক করা ব্যাংক Account থেকেই টাকা লেনদেন করতে পারবেন। আবার যখন আপনি কোনো স্টক সেল করবেন তখন সেই টাকা আপনার Dmat একাউন্টেই Credit হবে। তারপর আপনি যদি চান স্টক সেলের টাকা আপনার ব্যাংক একাউন্টে নেবেন, তাহলে আপনাকে সেই টাকা আপনার Dmat থেকে ব্যাংক একাউন্টে আপনাকে ট্রান্সফার করতে হবে। সোজা ভাবে বলতে গেলে আপনি আপনার Dmat এর সাথে লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট বাদে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে Dmat এর টাকা লেনদেন করতে পারবেন না। এটি Fraud Transaction যাতে না হয় তার জন্য করা হয়েছে।

 কোথায় Dmat Account খুলতে হবে :

Stock Exchange এ আমরা সরাসরি Dmat অ্যাকাউন্ট খুলতে পারিনা। কারণ Stock Exchange, Retailer দের সাথে সরাসরি Deal করে না। তার জন্য Exchange কিছু Authorized Company কে এই দায়িত্বটি দিয়ে রেখেছে। এই কোম্পানি গুলোকে বলা হয় Broker. সব এক্সচেঞ্জের জন্য অনেক Broker থাকে। তাদের মধ্যে কেউ ছোট, কেউ বড়, কারো Clients বেশি, কারো কম। আপনি যে কোনো Broker এর সাথে যোগাযোগ করলেই তারা আপনাকে বলে দেবে কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্টস তারা নেবে, তাছাড়া অন্যান্য বিষয় গুলোও Broker এর লোকজন আপনাকে বলে দেবে।

☀ Broker দের মধ্যে ভালো খারাপ কিভাবে বুঝবেন :

আপনি চাইলে যে কোনো Broker এর কাছেই Dmat Account খুলতে পারেন। তবে নিচের কয়েকি বিষয় মাথায় রাখার জন্য আমি আপনাকে পরামর্শ দেবো।

    1. সব সময় Discount Broker এর কাছে Dmat Account Open করবেন। কোনো Full Service Broker এর কাছে Account খোলার খুব একটা প্রয়োজন আমি ব্যাক্তিগত ভাবে অনুভব করিনা।

    2. দেখবেন কোন Broker এর Brokerage বা Fees কম।

    3. দেখবেন কোন Broker তাদের Financial Details শেয়ার করছে বেশি Transparent বা সচ্ছতার সাথে। যাদের মধ্যে Details শেয়ার করার ব্যাপারে কোনো হিচকি আছে তারা সাধারণত একটু দুর্বল নৈতিকতার সাথে কাজ করে।

   4. যদি বুঝতে না পারেন তাহলে সব থেকে বড় তিনটে Broker এর মধ্যে কোনও একটির কাছে অ্যাকাউন্ট খুলবেন, যেটিকে আপনার বেশি পছন্দ।

এগুলো মাথায় রাখা প্রয়োজন কারণ আপনার শেয়ার ও Dmat অ্যাকাউন্ট এর টাকা Broker এর দায়িত্বে থাকে। তারা আপনার টাকার অপব্যাবহার করতে পারে। যদিও অতীতের কিছু Broker দের অসৎ কাজ কর্মের জন্য ধীরে ধীরে অনেক নতুন নিয়ম কানুন এসেছে যার কারণে এগুলো হওয়ার সম্ভাবনা এখন অনেক কম হবে। কিন্তু আপনার নিজের টাকার দায়িত্ব নিজের হাতে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আপনি শুধুমাত্র Google এ গিয়ে Top Three Brokers in India or Bangladesh or USA লিখলেই আপনাকে দিয়ে দেবে। এর পর সেই সমস্ত Broker এর ওয়েবসাইটে গিয়ে Details পড়ে দেখুন বা তাদের Customer Care নাম্বারে ফোন করে কথা বলুন।

এর পরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথমে একটি Dmat অ্যাকাউন্ট খুলুন। Dmat চালু হয়ে গেলে সেখানে খুব অল্প কিছু টাকা যোগ করুন। তারপর খুব ছোট একটি Stock কেনা বেছা করে দেখুন। তাহলেই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

তাহলে আশা করবো আপনি বুঝতে পেরেছেন যে শেয়ার বাজারে নতুন অবস্থায় কিভাবে শুরু করবেন। লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিংক গুলোর মাধ্যমে করতে পারেন।

😊 Let's be Friend -

★ Whatsapp Call -  +91-8320802986

★ Whatsapp GroupShare Market Talk 👈 Click Here

★ Telegram - Share Market Talk 👈 Click Here

★ Youtube Channel (Bengali) - Share Market Talk 👈 Click Here

★ Youtube Channel (Hindi) - Money Invest Talk 👈 Click Here

★ Twitter - Share Talks 👈 Click Here

★ Email - alamgiripr@gmail.com

যদি আপনি প্রফেসনাল ভাবে শেয়ার বাজারের কাজ শিখতে চান তাহলে আপনি আমার সাথে WhatsApp Number এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আমাদের Advance Training Course সম্পর্কে জানতে চাইলে নিচের লিংকে গিয়ে বিস্তারিত পড়ে দেখতে পারেন।

💥 আমাদের Advanced Share Market Mentorship Course 👈 Click Here


*****************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Youtube